ঐশ্বর্যা রাই (Aishwarya Rai) যিনি বিবাহের পরে ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) হিসেবে পরিচিত, (জন্ম: নভেম্বর ১, ১৯৭৩), একজন জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্ব সুন্দরী। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। সমগ্র কর্মজীবনে রাই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও অধিক হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) চলচ্চিত্র তালিকা
- অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬)
- ধুম ২ (২০০৬)
- দেবদাস (২০০২)
- জোশ (২০০০)
- মোহাব্বতে (২০০০)
- হাম দিল দে চুকে সনম (১৯৯৯)
- আ আব লট চলে (১৯৯৯)
- ঢাই অক্ষর প্রেম কি (২০০০)
- কুছ না কাহো (২০০২)
- হাম তুমহারে হে সানাম (২০০২)
- অ্যাকশন রিপ্লে (২০১০)
- খার্কি (২০০৪)
- ফানি খান (২০১৮)
- চোখের বালি (২০০৩)
- গুরু (২০০৭)
ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এর সংক্ষিপ্ত জীবনী
ঐশ্বর্যা রাই বচ্চন মাঙ্গলুরুর কৃষ্ণারাজ রাই এবং ভ্রিন্দা রাই এর ঘরে জন্মগ্রহণ করেন। তার বড় ভাইয়ের নাম আদিত্য রাই। যিনি বাণিজ্যিক নৌ-বহরের (মার্চেন্ট নেভি) একজন ইঞ্জিনিয়ার এবং দিল কা রিশতা নামে রাই-এর একটি ছবিও তিনি সহ-প্রযোজনা করেছিলেন। ছোটবেলায় তার মা বাবা মুম্বইয়ে চলে আসেন এবং তিনি সান্তা ক্রুজের আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর এক বছরের জন্য রাই চার্চ গেটের জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন এবং তারপর তিনি উচ্চ মাধ্যমিক পড়েন (এইচ এস সি) মাতুঙ্গার রুপারেল কলেজে থেকে। স্কুলে পড়াকালীন তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীকালে একজন স্থপতি হবার পরিকল্পনা নিয়ে স্থাপত্যশিল্প বিষয়ে পড়াশোনা করতে শুরু করেছিলেন। স্থাপত্যশিল্প নিয়ে পড়াশোনা শুরু করলেও মডেলিং কে জীবিকা হিসেবে গ্রহণ করার জন্য তাকে তা ছেড়ে দিতে হয়েছিল।