দাদাভাই নওরোজি এর জীবনী । Dadabhai Naoroji

দাদাভাই নওরোজি (Dadabhai Naoroji) (সেপ্টেম্বর ৪, ১৮২৫ – জুন ৩০,১৯১৭) ছিলেন ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ।ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ।

দাদাভাই নওরোজি (Dadabhai Naoroji) এর বংশ পরিচয়ঃ

১৮২৩ সালে, তিনি বোম্বাই শহরের এক পার্সি পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের পরিবারের সদস্য সাধারণ ভাবে গুজরাটি ভাষাতেই কথা বলতেন।  ১৮৫৫ সালে তিনি ইংল্যান্ডে যান এবং পরবর্তী বছর ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে গুজরাটি ভাষা বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত হন।

Dadabhai Naoroji

লন্ডনের শহরে বাস করা কালীন তিনি রাজনীতির সাথে গভীরভাবে জড়িয়ে পড়েন। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে তিনি আন্দোলন শুরু করেন এবং ভারতবর্ষের সমস্যাদি ইংরেজদের সামনে তুলে ধরার অভিপ্রায় থেকে অন্যান্যের সহযোগিতায় গড়ে তুলেন লন্ডন ইন্ডিয়ান সোসাইটি। তিনি ১৮৬৯ সালে স্বদেশে ফিরে আসেন। ১৮৮৫ সালে বোম্বাই শহরে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশনে যোগ দেন। পরে তিনি ইংল্যান্ডে যান এবং ১৮৯২ সালের নির্বাচনে মধ্য-ফিন্সবেরি এলাকা থেকে উদারনৈতিক দলের সদস্য হিসেবে পার্লামেন্টে নির্বাচিত হন। ১৯০৬ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে দাদাভাই দলের সভাপতি নির্বাচিত হন এবং এই অধিবেশনেই তিনি ভারতের স্বায়ত্তশাসনের দাবি প্রথম উত্থাপন করেন।

তার রচিত বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া

দাদাভাই নওরোজি (Dadabhai Naoroji) এর গুরুত্বপূর্ণ তথ্যঃ 

নাম ((Name)) দাদাভাই নওরোজি দরদি
ইংলিশ নাম (English Name) Dadabhai Naoroji Dordi
ছদ্মনাম (Nick Name) Grand Old Man of India /Unofficial Ambassador of India
জন্ম (Birth) ৪ সেপ্টেম্বর ১৮২৫
জন্ম স্থান (Birth Place) বোম্বে, ব্রিটিশ ভারত
বাবার নাম (Father Name) নাওরজি পালাঞ্জি দরদি (Naoroji Palanji Dordi)
মায়ের নাম (Mother Name) মানিকবাই নওরোজি দরদি (Manekbai Naoroji Dordi)
ভাষা হিন্দি
পড়াশোনা (Educatriuon) Elphinstone College, University Of Mumbai
কর্মজীবন (Occupations) শিক্ষায়তনিক, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, তুলা ব্যবসায়ী
স্ত্রী /  স্বামী (Wife/ Husband) গুলবাই
সন্তান (Childrens) মাকি দাদিনা (Maki Dadina),শিরিন দাদিনা (Shirin Dadina)
ধর্ম (Religion) জরথুস্ট্রবাদ (Zoroastrianism)
জাতীয়তা (Nationality)  ভারতীয়
মৃত্যু (Death) ৩০ জুন ১৯১৭
উল্লেখযোগ্য গ্রন্থ পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া
উল্লেখযোগ্য পুরস্কার (Prize)
জীবন কাল (Age) বয়স ৯২

এটিও পড়ুন – আর্যভট্ট (Aryabhata)  এর জীবনী