হেনরি ওয়েডসওরর্থ লংফেলো (Henry Wadsworth Longfellow) (জন্ম: ফেব্রুয়ারি ২৭, ১৮০৭ -মৃত্যু: মার্চ ২৪, ১৮৮২) একজন আমেরিকান কবি এবং অধ্যাপক। তিনি সমসাময়িক কালের অন্যতম বিখ্যাত কবি ছিলেন।
হেনরি ওয়ার্ডসওয়ার্থ লঙফেলো এর জীবনী
লংফেলো পোর্টল্যান্ড, মেইনে জন্মগ্রহণ করেছিলেন। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লঙফেলো (1807-1882) তাঁর সমসাময়িক কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমেরিকান কবি ছিলেন। লঙফেলো গীতিকবিতা ও তার সংগীতময়তার জন্য খ্যাত ছিলেন। তাঁর প্রধান কাব্যগ্রন্থসংগ্রহগুলি হল ‘ভয়েসেস অভ দ্য নাইট’ (1839) এবং ‘ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস’ (1841)। তিনি প্রথম আমেরিকান হিসেবে দান্তে আলিগিয়েরির মহাকাব্য কবিতা ডিভাইন কমেডির ভাষানুবাদের গৌরব অর্জন করেন ।
কাজের তালিকা (List of works )
- Outre-Mer: A Pilgrimage Beyond the Sea (Travelogue) (1835)
- Hyperion, a Romance (1839)
- The Spanish Student. A Play in Three Acts (1843)[57]
- Evangeline: A Tale of Acadie (epic poem) (1847)
- Kavanagh (1849)
- The Golden Legend (poem) (1851)
- The Song of Hiawatha (epic poem) (1855)
- The New England Tragedies (1868)
- The Divine Tragedy (1871)
- Christus: A Mystery (1872)
- The Arrow and the Song (poem)
এটিও প্রুন – সৈয়দ মুজতবা আলি এর জীবনী । Syed Mujtaba Ali