সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত।
সুভাষ মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী
সুভাষ মুখোপাধ্যায় (Subhash Mukhopadhyay) ১৯১৯ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয়। এই বিখ্যাত কবির অন্যতম সেরা বইগুলি হল— পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, কাল মধুমাস, ছেলে গেছে বনে ইত্যাদি। তিনি ‘সাহিত্য আকাদেমি’ ও ‘জ্ঞানপীঠ’ পুরস্কার পেয়েছিলেন। ২০০৩ সালে তাঁর মৃত্যু হয়।