চারুচন্দ্র ভট্টাচার্য
চারুচন্দ্র ভট্টাচার্য (১৮৮৩-১৯৬১): সহজ, সরল, হৃদয়গ্রাহী বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক রচনার অন্যতম স্রষ্টা রূপে নন্দিত। চব্বিশ পরগনার হরিনাভিতে তার জন্ম হয়। পিতা বসন্তকুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এম. এ. পাশ করে (১৯০৫) প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন (১৯০৫-১৯৪০)। আচার্য জগদীশচন্দ্র বসুকে তিনি শিক্ষক হিসেবে লাভ করেন। তার খ্যাতনামা ছাত্রদের মধ্যে রয়েছেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, …