উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এর সংক্ষিপ্ত জীবনী

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (Upendrakishore Ray Chowdhury) ১৮৬৩ খ্রিস্টাব্দে বাংলাদেশের মসুয়ায় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম হয়। বিখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর সংগীত এবং চিত্রশিল্পেও অত্যন্ত পারদর্শী ছিলেন।

Upendrakishore Ray Chowdhury

১৯১৩ সালে তিনিই ছোটোদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। তাঁর লেখা বিখ্যাত বইগুলি হল—ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইন ইত্যাদি। ১৯১৫ সালে তাঁর মৃত্যু হয়।