বরাহমিহির যাকে বরাহ বা মিহিরাও বলা হত। তিনি ছিলেন একজন বিখ্যাত দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও কবি। । বর্তমান ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনে বসবাস করতেন।
বরাহমিহির
তিনি পঞ্চসিদ্ধান্তিকা নামের একটি মহাসংকলনগ্রন্থ রচনা করেন, যাতে তার জীবদ্দশার সময়কার গ্রিক, মিশরীয়, রোমান ও ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের সার লিপিবদ্ধ হয়েছে। তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় বিজ্ঞানীদের অন্যতম।
জ্যোতির্বিজ্ঞান ছাড়াও গণিতশাস্ত্র, পূর্তবিদ্যা, আবহবিদ্যা, এবং স্থাপত্যবিদ্যায় পণ্ডিত ছিলেন। তিনি কলা ও বিজ্ঞানের প্রায় সমস্ত শাখায় ব্যাপক অবদান রাখেন। উদ্ভিদবিদ্যা থেকে জ্যোতির্বিজ্ঞান, সামরিক বিজ্ঞান থেকে পুরাকৌশল — জ্ঞানের সমস্ত ক্ষেত্রেই ছিল তার স্বচ্ছন্দ পদচারণা।
বরাহমিহির এর গুরুত্বপূর্ণ তথ্য-
নাম- বরাহমিহির
জন্ম- 487 B.C
মৃত্যু – 587 B.C
বাসস্থান- উজ্জয়িনী (বর্তমান ভারতের মধ্যপ্রদেশে)
বিশেষ তথ্য- সম্রাট বিক্রমাদিত্যের নবরত্নের একটি অন্যতম রত্ন ছিলেন।
অবদান- গণিতের ক্ষেত্রে তিনি পাঁচটি গ্রন্থ রচনা করেছিলেন যা ‘পঞ্চসিদ্ধান্তিকা’ নামে পরিচিত। তিনি ত্রিকোণমিতি, পাটিগণিত, আলোক বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ধারণা দিয়েছিলেন।